অপরাধ সংবাদ, কৃষি কথা | তারিখঃ জুন ৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 674 বার
পুলিশের হাতে আবারো আটক হয়েছেন মানিকগঞ্জে ‘ইয়াবা সুন্দরী’ হিসাবে পরিচিত রুমি আক্তার (২০)। রোববার দুপুরে শহরের গঙ্গাধরপট্টি এলাকা থেকে দুই সহযোগীসহ ডিবি পুলিশ রুমিকে আটক করে।
অন্য দুই সহযোগী হলেন -টাঙ্গাইলের নাগরপুর উপজলোর ভাদ্রা গ্রামের আতিকুর রহমান সুমন (৩৪) ও মানিকগঞ্জ সদর উপজলোর গিলন্ড গ্রামের কাজিম মোল্লার ছেলে সোহেল মোল্লা (২২)। ডিবি পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম জানান, শহরের গঙ্গাধরপট্টি এলাকার অরুনা বিশ্বাসের ভাড়া বাড়ি থেকে ৩২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২ লাখ ৩২ হাজার ৯০০ টাকাসহ তাদেরকে আটক করা হয়।
তিনি আরও জানান, রুমির নামে মাদকের একাধিক মামলা রয়েছে। এর আগেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলো সে।রুমি আক্তার টাঙ্গাইলের টেংরীপাড়া গ্রামের মুকুল কাজীর মেয়ে ও মানকগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী ব্ল্যাক রাজুর সাবেক স্ত্রী।
Leave a Reply