বিদেশ | তারিখঃ জুন ৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 612 বার
ইরানের বিরুদ্ধে কোনো রকম সামরিক আগ্রাসন চালানো হলে তাতে কাতার যোগ দেবে না। কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-আতিয়ার বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে।
সিঙ্গাপুরে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ডেকে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা কী বুদ্ধিমানের কাজ হবে?” কাতারি মন্ত্রী বলেন, তৃতীয় কোনো পক্ষ মধ্যপ্রাচ্যকে কিংবা এ অঞ্চলের কোনো দেশ ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে চাইছে কিন্তু এ ধরনের পদক্ষেপ হবে খুবই বিপজ্জনক।
তিনি আরো বলেন, ইরান হচ্ছে পরবর্তী দরজা। আমাদের উচিত যুদ্ধ বাদ দিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসা। এ দেশটি যুদ্ধের পাগল নয় বরং আলোচনা ও সংলাপে বসার দেশ। সবার উচিত বিষয়টি মাথায় নেয়া এবং সেভাবে এগিয়ে যাওয়া।
তিনি বলেন, আমার ধারণা যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিপক্ক এবং ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো ভুল তারা করবে না।
Leave a Reply