খেলাধুলা | তারিখঃ জুন ২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 693 বার
বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) উৎসাহ দিতে প্রায়ই মাঠে দেখা যায় তাঁর মেয়ে সুহানাকে। তবে কি সেই মাঠেই নিজের ‘বসতি’ গড়ার আয়োজন করে চলেছেন তিনি!
সম্প্রতি ছড়িয়ে পড়া এক গুঞ্জন অবশ্য এমন কথাই বলছে। বলা হচ্ছে- শুভমান গিলের সঙ্গে বেশ এক অন্তরঙ্গ সম্পর্কেই জড়িয়েছেন সুহানা। এখনও অবশ্য সে রকম কোনও কিছুই স্পষ্ট হওয়া যায়নি। জানা যায়নি এর বিস্তারিত কিছুই।
আনন্দবাজার পত্রিকা বলছে, সদ্য শেষ হওয়া আইপিএলের মাঠে ক্রিকেটার গিলের সঙ্গে একান্তে সুহানাকে কথা বলতে দেখা গেছে। এরপরই ১৮ বছর বয়সী ডান হাতি এই ব্যাটসম্যান আর শাহরুখ কন্যাকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।আইপিএলের যোগ দেওয়ার আগে অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপ খেলেছেন তিনি। কেকেআরের প্লে অফ খেলার পেছনে শুভমানের অবদানও অনেক।
১ দশমিক ৮ কোটি রুপি দিয়ে গিলকে দলে ভিড়িয়েছে কেকেআর। তাকে ইতিমধ্যেই ভবিষ্যতের তারকা ক্রিকেটারের তকমা দিয়েছেন অনেকেই।শুভমানের সঙ্গে সত্যিই কি সম্পর্কে জড়িয়েছেন সুহানা? জোর জল্পনা চলছে ইন্ডাস্ট্রির অন্দরে। তবে এখনও পর্যন্ত এ নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।
Leave a Reply