জাতীয় স্বদেশ | তারিখঃ অক্টোবর ২৭, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 556 বার
জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রধান স্মৃতি পরিষদের উদ্যোগে জাগপার প্রয়াত সভানেত্রী রেহানা প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেন, “দুর্নীতি দমন কমিশনকে বলতে চাই, সরকার তো এটা করবে না। আপনাদের যদি সাহস থাকে, সত্যিকার অর্থে আইন অনুযায়ী আপনারা হলেন একটি স্বতন্ত্র নিরপেক্ষ প্রতিষ্ঠান। আপনারা সকল এমপির সম্পদের হিসাব, সকল মন্ত্রীর সম্পদের হিসাব চান।”
‘‘ দেখবেন যে, আসল জিনিস তখন বেরিয়ে আসবে কে কত অর্থ এই সরকারের শাসন আমলে সঞ্চয় করেছে, মানুষের টাকায় তারা ধনী হয়েছে। বাংলাদেশ এখন সারা পৃথিবীর মধ্যে এক নম্বর দেশ এখন যে দেশ অতি দ্রুত ধনী হওয়া যায়। এখানে দ্রুত কুইক মানি করা যায়, বেআইনিভাবে বিনা ট্যাক্সে টাকা অর্জন করা যায়। তার সুযোগ-সুবিধার গত ১০ বছরে এই সরকারের আমলে পেয়েছে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “এলাকায় টিনের বাড়ির মধ্যে হঠাৎ করে বড় বড় বাড়ি উঠেছে। সেগুলো কার জিজ্ঞাসা করলে বলবে, ছাত্রলীগ কিংবা যুবলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগের কোনো নেতার বাড়ি।
“১০ বছর আগে এদের খাবারের পয়সা ছিলো না। এখন এতো সম্পদ হয়ে গেছে তাদের সারা দেশে।”
জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রধান স্মৃতি পরিষদের উদ্যোগে জাগপার প্রয়াত সভানেত্রী রেহানা প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভা হয়।
সংগঠনের সভাপতি আবু মোজাফফর হোসেন মো. আনাছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিনের পরিচালনায় এই স্মরণসভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টি(কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দারা, জাগপার সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সহসভাপতি রাশেদ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, কেন্দ্রীয় নেতা হাসমতউল্লাহ, ইকবাল হোসেন, আরিফ হোসেন ফিরোজ, এনায়েত আহমেদ হালিম, ফাইজুর রহমান, আরিফুল হক তুহিন, রাকিবুল ইসলাম রুবেল, মো. হেলাল বক্তব্য দেন।
Leave a Reply