জাতীয় স্বদেশ | তারিখঃ অক্টোবর ২৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 460 বার
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১৫ অক্টোবর রমনা থানার অস্ত্র ও মাদক মামলায় সম্রাটের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে গতকাল তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে স¤্রাটের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও যুবলীগ নেতা এনামুল হক আরমানকে গ্রেফতার করে র্যাব। পরদিন তাদের নিয়ে রাজধানীতে নিজ নিজ বাড়িতে অভিযান চালালে অস্ত্র ও মাদক পাওয়া যায়। এছাড়া সম্রাটের কাকরাইলের কার্যালয়ে বন্যপ্রাণীর চামড়া পাওয়ায় তাকে ৬ মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় গত ৭ অক্টোবর র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা মডেল থানায় সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। এরমধ্যে মাদক মামলায় আরমানকে আসামি করা হয়েছে।
Leave a Reply