বিদেশ | তারিখঃ অক্টোবর ২৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 502 বার
ভারত পাম ওয়েল আমদানি বন্ধের ঘোষণা দিলেও কাশ্মীরের পাশে থাকবেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনায় ভারতের সমালোচনা করেন মাহাথির। জাতিসংঘের রেজুলেশনকে উপেক্ষা করে জম্মু-কাশ্মীর অধিকৃত করা হয়েছে বলে গত মাসে সংস্থাটির সাধারণ পরিষদের অধিবেশনে দাবি করেন তিনি।
কাশ্মীর ইস্যুতে মাহাথিরের এমন অবস্থানের পর মালয়েশিয়া থেকে পাম তেল আমদানি বন্ধের ঘোষণা দেয় ভারত।
ডন জানায়, সোমবার ভারতের ভোজ্যতেল বাণিজ্যের কর্তৃপক্ষ আমদানিকারকদের মালয়েশিয়া থেকে পাম তেল আমদানি করা বন্ধ করে দিতে বলে।
ভারতের এমন সিদ্ধান্তের পরেও কাশ্মীরে নয়াদিল্লির পদক্ষেপ নিয়ে তার সমালোচনা প্রত্যাহার করবেন না বলে পরদিন জানান মাহাথির।
পাম ওয়েল উৎপাদনে বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে মালয়েশিয়া। ভারত দেশটিতে সবচেয়ে বেশি পাম ওয়েল আমদানি করে থাকে।
Leave a Reply