অপরাধ সংবাদ | তারিখঃ জুন ১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 411 বার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চোমুহনীতে অভিযান চালিয়ে মাহবুবুর রহমান জুয়েল (৪২) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক মাহবুবুর রহমান জুয়েল বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের হাজী আব্দুল গফুরের ছেলে।গোপন সংবাদর ভিত্তিতে চোমুহনী ডালিয়া সুপার মার্কেট এর ৭ম তলায় অভিযান চালায় বেগমগঞ্জ থানা পুলিশ । এ সময় একটি কক্ষ থেকে অস্ত্রসহ ভবনের মালিক মাহবুবুর রহমান জুয়েলকে আটক করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম জানান, আটক জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply