১০ জনের দল নিয়েও দুর্দান্ত জার্মানি। ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাইয়ে দশজনের দল নিয়েও ইলকাই গুন্দুগানের জোড়া গোলে এস্তোনিয়ার বিপক্ষে ৩-০ গোলে জার্মানির জয়।

রোববার (১৩ অক্টোবর) রাতে ইউরো বাছাইয়ের ‘সি’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো হয়নি জোয়াকিম লোর শিষ্যদের। ম্যাচের ১৪ মিনিটে এস্তোনিয়ার ফ্রাঙ্ক লিভাককে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার ইমার ক্যানকে।

তবুও প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো জার্মানি। মার্কো রয়েসের নেওয়া ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসায় তা আর সম্ভব হয়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে ফেলে সফরকারিরা। ৫১ মিনিটের মাথায় কাই হাভার্টসের শট এস্তানিয়ার ডিফেন্ডারে গায়ে লেগে বল চলে যায় জার্মানির গুন্দুগানের পায়ে। তিনিও সুযোগটি মিস না করে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে প্রথম গোল এনে দেন তিনি।

৫৭ মিনিটে ব্যবধান ২-০ করেন এই ম্যানচেস্টার সিটি তারকা। পেনাল্টি ডি-বক্সের ভেতরে রয়েসের আলতো ব্যাকহিল থেকে বল পেয়ে জোরালো শট করেন গুন্দুগান। এস্তোনিয়ার ডিফেন্ডারের পায়ে লেগে বল জালে পৌঁছে যায়। এরপর ৭১ মিনিটে মাঝমাঠ থেকে গুন্দুগানের বাড়ানো লম্বা পাস পেনাল্টি বক্সের বাম দিকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা টিমো ভার্নার পেয়ে যান। গোলরক্ষকে ফাঁকি দিয়ে ডান পায়ের শটে তৃতীয়বারের মতো এস্তানিয়ার বল জালে পাঠান এ জার্মান স্ট্রাইকার।