বিদেশ | তারিখঃ অক্টোবর ১২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 644 বার
রাজধানী দিল্লির রাস্তায় চুরি গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইঝির মোবাইল ও পার্স। চুরি গেছে নগদ ৫০ হাজারও রুপিও। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একইসঙ্গে প্রশ্ন উঠে গেছে ভারতের রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। এই ঘটনায় শনিবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন দময়ন্তী বেন মোদী। তিনি প্রধানমন্ত্রী মোদীর ভাইয়ের মেয়ে।
দিল্লি সিভিল লাইনস এলাকায় গুজরাটি সমাজ ভবনের সামনে এই ঘটনা ঘটেছে বলে প্রথম রিপোর্ট ইন্ডিয়া টুডে’র। সংবাদসংস্থাকে দময়ন্তী জানিয়েছেন, ওই এলাকা দিয়ে অটোতে যাচ্ছিলেন তিনি, এমন সময়ে তাঁর ব্যাগ ছিনিয়ে বাইকে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। ব্যাগে দুটি মোবাইল ছাড়াই নগদ ৫০ হাজার রুপিও ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর ভাইঝি।
প্রসঙ্গত, যে এলাকায় এই ঘটনা ঘটেছে, তার কিছু দূরেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন। দময়ন্তী মোদীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
প্রসঙ্গত, সম্প্রতি ছিনতাইয়ের একাধিক অভিযোগ জমা পড়েছে। সম্প্রতি চিত্তরঞ্জন পার্ক এলাকায় এক মহিলা সাংবাদিকের ফোন ছিনতাই করে দুই বাইকআরোহী। বাধা দিতে গেলে অটো থেকে পড়ে গিয়ে আহত হন ওই মহিলা।
Leave a Reply