মাত্র আড়াই বছরে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে রিয়াল মাদ্রিদকে বিদায় বলে দিয়েছেন জিনেদিন জিদান। বিদায়কালে বলেছেন, তার সদ্যসাবেক শিষ্যদের জন্য নতুনত্ব-পরিবর্তন আনতেই এই প্রস্থান।

যাদের জন্য নতুনত্ব আনতে বিস্ময় জাগানিয়া বিদায় জিদানের, সেই ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোস, টনি ক্রুস, মার্সেলোরা কীভাবে দেখছেন সদ্যসাবেক গুরুর প্রস্থান? সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ইনস্টাগ্রামের আশ্রয় নিয়ে অভিব্যক্তি জানিয়েছেন রিয়ালের ফুটবলার-কর্মকর্তারা।

ক্রিস্টিয়ানো রোনালদো (ফরোয়ার্ড)
‘আপনার একজন খেলোয়াড় হতে পেরে আমি দারুণ গর্বিত। কোচ, আপনাকে অশেষ ধন্যবাদ।’

সার্জিও রামোস (অধিনায়ক)
‘কী খেলোয়াড়, কী কোচ। আপনি সবসময় শীর্ষে ছিলেন। ফুটবল, কঠিন সময়, উষ্ণতা আর বন্ধুত্বে ভরা আড়াই বছরের জন্য। আপনি চলে যাচ্ছেন, কিন্তু আপনার ছাপ থেকে যাবে সারাজীবন। আমাদের প্রিয় রিয়াল মাদ্রিদের ইতিহাসে এটা ছিল অন্যতম সেরা সময়।’

টনি ক্রুস (মিডফিল্ডার)
‘ধন্যবাদ জনাব। আপনার সঙ্গে কাজ করতে পারাটা ছিল ভীষণ আনন্দের।’

মার্সেলো (ডিফেন্ডার)
‘জিজু, আপনি বস। আপনার কাছ থেকে অনেককিছু শিখেছি। প্রতিটি ট্রেনিং সেশন, উপদেশ, শিশুদের মতো গ্রহণ করেছি, আনন্দে মাথা পেতে নিয়েছি। আপনি আমার কাছে সবসময় স্পেশাল একজন হয়ে থাকবেন। আপনি আপনার কাজ, ত্যাগ, আগ্রহ আর নম্রতা, সর্বোচ্চটা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ।’

দানি কারভাহাল (ডিফেন্ডার)
‘জিদান, আপনাকে ধন্যবাদ আড়াইটা বছর আমাদের কোচ হয়ে থাকার জন্য। আপনি ছিলেন অসাধারণ পেশাদার। আপনার নির্দেশনায় একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে অনেককিছুই শিখেছি। আপনার জন্য রইলো শুভ কামনা।’

রোমান ক্যালডেরন (রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি)
‘এটা একটা বড় ধাক্কা। সে এমন সময়ই চলে যাচ্ছে যখন তার চেয়ে ভালো আর কোনো কোচই করতে পারতো না। টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারাটা ভবিষ্যতে অন্য দলের কোচদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। এটা দারুণ চাহিদাপূর্ণ এক চাকরি। সে দারুণ কাজ করে গেছে। কিন্তু আমাদেরও তার অবস্থানটা বুঝতে হবে।’

ফ্লোরেন্টিনো পেরেজ (রিয়াল মাদ্রিদ সভাপতি)
জিদানের বিদায়ের সিদ্ধান্তে হতবাক হয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজও। তবে পেশাদারিত্বের খাতিরে প্রিয় কোচের বিদায়ও মেনে নিতে হচ্ছে তাকে, ‘এটা ছিল পুরোপুরি বিস্ময়কর এক সিদ্ধান্ত। আমার জন্য এ এক দুঃখের দিন, সমর্থকদের জন্যও। তবে জিজুর সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মানও জানাতে হবে। কারণ তার এটা প্রাপ্যই ছিল।’