ব্রাজিল বিশ্বকাপে খেলা ১২ জন ফুটবলারকে নিয়ে রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছেন জাপানের কোচ আকিরা নিশিনো।

২৩ সদস্যের দলে আছেন কেইসুকে হোন্ডা, শিনজি কাগওয়া এবং শিনজি ওকাজাকির মতো পরিচিত মুখ। ব্রাজিল বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল।

বিশ্বকাপের মাত্র দুই মাস আগে জাপান তাদের নিয়মিত কোচকে বরখাস্ত করে নিশিনোকে দায়িত্ব দেয়। দল ঘোষণার সময় তিনি বলেন, ‘বেশ কয়েকটি বিষয় আমি বিবেচনায় নিয়েছি। এই খেলোয়াড়রা বেশ অভিজ্ঞ।’

নিশিনোর প্রথম ম্যাচ ছিল বুধবার ঘানার বিপক্ষে। আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে তার দল ২-০ গোলে হেরে যায়।

জাপান স্কোয়াড
গোলরক্ষক:এইজি কাওয়াশিমা, মাসাকি হিগাশিগুচি, কোসুকে নাকামুরা।

ডিফেন্ডার: ইউতো নাগাতোমো, তোমোয়াকি মাকিনো, ওয়াতারু এন্ডু, মায়া ইয়োশিদা, হিরোকি সাকাই, গোটোকু সাকাই, জেন শোজি, নাওমিচি উয়েদা।

মিডফিল্ডার: মাকোটো হাসেবে, কেইসুকে হোন্ডা, তাকাশি ইনুই, শিনজি কাগওয়া, হোতারু ইয়ামাগুচি, জেনকি হারাগুছি, তাকাশি উসামি, গাকু সিবাসাকি, রিওটা ওশিমা।

ফরোয়ার্ড: শিনজি ওকাজাকি, ইউয়া ওসাকো,

ইয়োশিনোরি মুতো।