জাতীয় স্বদেশ | তারিখঃ অক্টোবর ৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 862 বার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাধ্যক্ষকে ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার রাতে প্রাধ্যক্ষ সম্পূর্ণ ভিডিও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে সন্ধ্যায় কয়েক সেকেন্ডের ভিডিও ফুটেজ দেয় হল প্রশাসন। কিন্তু শিক্ষার্থীরা পুরো ভিডিওর দাবিতে তা প্রত্যাখ্যান করে প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করতে আসলে পুলিশ সদস্যদের ধাওয়া দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের দাবির মুখে পুরো ভিডিও তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, বর্তমান ভিডিও সাইজ ৩২ জিবি।
রবিবার দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, দিবাগত রাতে বুয়েটের শের-ই বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা।
এ ঘটনার সিসিটিভির সব ফুটেজ প্রকাশ করতে শিক্ষার্থীরা দাবি তোলেন। কিন্তু শের-ই বাংলা হল প্রশাসন ভিডিও ফুটেজ প্রকাশ করতে অনীহা দেখায়। তারা বলে, পুলিশ ভিডিও ফুটেজ নিয়ে গেছে। শেষপর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়ে সম্পূর্ণ ভিডিও দেয় প্রশাসন।
এদিকে আবরারকে পিটিয়ে হত্যায় বুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ছাত্রলীগ থেকে ১১ জনকে বহিষ্কার করা হয়েছে।
আর হত্যার সঙ্গে জড়িত থাকায় এ পর্যন্ত ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
Leave a Reply