বিদেশ | তারিখঃ মে ৩১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 434 বার
সৌদি আরবে যৌন হয়রানিকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। কাউকে যৌন হয়রানি করলে ৫ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ রিয়াল বা ৮০ হাজার ডলার জরিমানার বিধান রাখা হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের মন্ত্রিসভায় এ সংক্রান্ত নীতি অনুমোদন করা হয়েছে।
মন্ত্রিসভায় প্রস্তাবটি ওঠার আগে সোমবার দেশটির উপদেষ্টা কমিটি শুরা কাউন্সিলে অনুমোদিত হয়। এখন সৌদি রাজপ্রাসাদ ডিক্রি জারি করলে আইনে পরিণত হবে এই নীতি। শুরা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামি আইনে একজন ব্যক্তিকে যে মর্যাদা এবং স্বাধীনতা দেওয়া হয়েছে তা রক্ষায় এই আইনটি করা হচ্ছে। এর ফলে কেউ কাউকে যৌন হয়রানি করলে তাকে শাস্তি পেতে হবে। একজন ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তাও রক্ষা পাবে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কট্টরপন্থী সমাজে আধুনিকতার ছোঁয়া দিতে চাচ্ছেন। তিনি নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে দেন এবং ফ্যাশন শো’রও আয়োজন করেন। নারীদের মাঠে খেলা দেখারও অনুমতি দেন সৌদি যুবরাজ। তিনি দেশের অর্থনীতিকে কেবল তেল নির্ভরতা থেকে বাঁচাতে অর্থনৈতিক বিভিন্ন কৌশলও গ্রহণ করছেন। দেশটিতে বিনোদন পার্কেরও উদ্বোধন করা হয়েছে।-খবর রয়টার্সের।
Leave a Reply