খেলাধুলা | তারিখঃ অক্টোবর ৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 460 বার
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শীর্ষ ছয় ক্লাবের বিপক্ষে তদন্ত শুরু করেছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। সেই ক্লাবের মাঝে আছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মতো অভিজাতদের নামও।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে অভিযোগ, গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো জাগরেবের বিপক্ষে ম্যাচে উগ্র আচরণ করেছে দলটির সমর্থকরা। একই কারণে অভিযুক্ত ডায়নামো সমর্থকরাও।
ইতিহাদে ২-০ গোলে হেরে যাওয়ার ক্ষোভে স্টেডিয়ামের চেয়ার ভেঙেছেন ওই উগ্র সমর্থকরা। আর মাঠে অনাকাঙ্ক্ষিত বস্তু ছুঁড়ে মারার অভিযোগের তীর গেছে ম্যানসিটির সমর্থকদের দিকে।
খেলা দেরি করে শুরু করার অভিযোগ রিয়াল মাদ্রিদের দিকে। গত মঙ্গলবার বেলজিয়ান ক্লাব ব্রুগের বিপক্ষে ২-২ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটি।
সেই ম্যাচে দুই হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় ব্রুগের রুড ফরমারকে। মাঠ ছেড়ে যাওয়ার আগে রেফারির সঙ্গে অশালীন আচরণ করেন এ মিডফিল্ডার। এমন আচরণের জন্য কঠিন শাস্তি পেতে পারেন তিনি।
দর্শকদের দায়ে শাস্তি পেতে পারে গ্রীক ক্লাব অলিম্পিয়াকোসও। সার্বিয়ান ক্লাব রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে ‘বর্ণ বৈষম্যমূলক’ ব্যানার নিয়ে মাঠে এসেছিল এক দর্শক। এছাড়া খেলা দেরিতে শুরুর অভিযোগ তাদের বিপক্ষেও।
ছাড় পাচ্ছে না রেডস্টারও। ওই ম্যাচে বাজে আচরণের দায়ে কার্ড দেখেছেন দলটির অতিরিক্ত দুই খেলোয়াড়সহ মোট পাঁচ ফুটবলার। খেলোয়াড়দের এমন আচরণ ভালোভাবে নেয়নি উয়েফা। শুক্রবার গভর্নিং কমিটির সভায় হতে পারে এসব অভিযোগের শুনানি।
Leave a Reply