কুমিল্লার নাশকতার দুটি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার এ আদেশ দেন।
গতকাল সোমবার (২৮ মে) কুমিল্লায় নাশকতার দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে নড়াইলের মানহানির মামলাটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন আদালত।

জামিন আদেশের পরই রাষ্ট্রপক্ষ আদেশের বিরোধিতা করে আবেদন করেন।

আবেদনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। শুনানি শেষে চেম্বার আদালত আদেশটি স্থগিত করে ৩১ মে ফুল কোর্ট আদালতে পাঠিয়ে দেন।