রুশ ধনকুবের ও ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচ ইসরাইলের নাগরিকত্ব পেয়েছেন। তার ব্রিটিশ ভিসা নবায়ন না হওয়ায় ইসরাইলের নাগরিকত্বের জন্য আবেদন করেন তিনি। ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে এবিসি নিউজ।

নাম না প্রকাশের শর্তে ইসরাইলের অভিবাসন বিষয়ক এক কর্মকর্তা বলেন, আব্রামোভিচ সোমবার ইসরাইলে পৌঁছেছেন। ইসরাইল তাকে নাগরিকত্ব প্রদান করেছে। ইসরাইল ইহুদি বংশোদ্ভূত সকলকেই নাগরিকত্ব প্রদান করে।

অপর এক কর্মকর্তা চ্যানেল ১০’কে বলেন, আব্রামোভিচ একজন সাধারণ মানুষের মতই ইসরাইলের মস্কোর দূতাবাস থেকে নাগরিকত্বের জন্য আবেদন করেন। তার আবেদন গ্রহণ করা হয়।

ব্রিটেন জানিয়েছে, তারা এই মাসে আব্রামোভিচের ভিসা নবায়নের বিষয়টি পর্যালোচনা করে দেখবে। সলসেবেরি শহরে এক সাবেক রুশ গোয়েন্দা ও তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট দিয়ে হামলা হওয়ার পর এমনটা জানায় ব্রিটেন।

ব্রিটেনের অভিযোগ এই হামলার জন্য রাশিয়া দায়ী। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।