রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের করল্যাছড়ি এলাকায় ইউপিডিএফ দুইপক্ষের গোলাগুলিতে মূল ইউপিডিএফের তিন কর্মী নিহত হয়েছেন। সোমবার ভোর চারটার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতরা হলেন— সুশীল চাকমা, স্মৃতি চাকমা ও অটল চাকমা। এ ঘটনায় আহত কানন চাকমাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘাইহাটের করল্যাছড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংগঠনটির বাঘাইছড়ি উপজেলা সংগঠক জুয়েল চাকমা। তিনি এই হত্যাকাণ্ডের জন্য নতুন ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জনসংহতি সমিতিকে (এমএনলারমা) দায়ী করেছেন।

ইউপিডিএফ’র প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ভোরে জেএসএস (সংস্কার) ও ইউপিডিএফ’র (গণতান্ত্রিক) একদল সশস্ত্র ক্যাডার একটি বাসায় একসঙ্গে থাকা আমাদের কর্মীদের ওপর গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছে।’ তিনি এই হত্যাকাণ্ডের জন্য সংগঠন দুটিকে দায়ী করেছেন।

বাঘাইছড়ির সাজেক থানার ওসি নুরুল আনোয়ার বলেন, ‘ভোরে একটি বাসায় হামলা চালিয়ে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে।’ রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবিরও তিনজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন।