জেলা সংবাদ | তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 894 বার
গোপালগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে বাসের ধাক্কায় পুলিশের সুবেদারসহ ৪ বাসযাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাঙামাটি, নওগাঁ, বাগেরহাট, মাগুরা গাইবান্ধা, কিশোরগঞ্জ চট্টগ্রাম, নাটোর, সৈয়দপুর ও সোনারগাঁয়ে একজন করে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে মহা সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে যাত্রীবাহী নাইট কোচের ধাক্কায় পুলিশের সুবেদার সহ ৪ বাসযাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে ঢাকা-খুলানা মহাসড়কের গোপালগঞ্জে সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত সুবেদার আব্দুর রশিদ (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রাজলক্ষèী গ্রামের নারায়ন হাওলাদারের ছেলে বিজন হাওলাদার (২৩), একই উপজেলার পাতিলাখালী গ্রামের নূর ইসলামের ছেলে রাসেল (২২) ও ছোট আমতলী গ্রামের দশরত মন্ডলের ছেলে কমল মন্ডল (২৪)।
ভাঙ্গা হাইাওয়ে থানার ওসি মো. আতাউর রহমান পুলিশের সুবেদার সহ ৪ বাস যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, চাকা পাংচার হয়ে রড বোঝাই একটি ট্রাক সোনাশুরে হাইওয়ের পাশে দাড়িয়ে ছিলো। ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি নৈশ কোচ ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয় দেয়। বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়। সুবেদার আব্দুর রশিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি : রাঙামাটি শহরের যুব উন্নয়ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা সড়কের ওপর উল্টে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. ফারুক (৪৫)। আহতরা হলেন, মো. আমান উল্লাহ (২২), রেজাউল (৩৫), মো. রায়হান (২৩)। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়, জানা গেছে।
নওগাঁ : নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় আফতাব উদ্দীন (৭৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার সময় উপজেলার সদরের অদুরে গোডাউন পাড়া মোড়ের নিকট ঘটনাটি ঘটে। মৃত আফতাব উদ্দীন উপজেলার গোডাইনপাড়া ধাতালপাড়ার মৃত জামাল মন্ডল এর ছেলে বলে জানা গেছে।
বাগেরহাট : বাগেরহাটের খুলনা-মাওয়া মহাসড়কের চান্দেরহাট এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় মো. আলাউদ্দিন শেখ নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আলাউদ্দিন ফকিরহাট উপজেলার জাড়িয়ার মাইট কুমড়া গ্রামের কেরামত আলীর পুত্র।
মাগুরা : মাগুরা-ফরিদপুর সড়কে ওয়াপদা নামক স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় নয়ন মিয়া ( ৪০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে। নিহত নয়ন মিয়া মাগুরার পারনান্দুয়ালী গ্রামের রউফ মিয়ার ছেলে।
গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় মিলন মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা উজ্জ্বল নামে একজন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে সাদুল্লাপুর-পলাশবাড়ী পাকা সড়কের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া সাদুল্লাপুর উপজেলার বুঝরুক পাটনোছা গ্রামের আনিছুর রহমানের ছেলে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান রাসেল (৩৮) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী সৌরভী আক্তার। গতকাল কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কটিয়াদী উপজেলার বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লার মো. আবদুল গফুরের ছেলে। তিনি কটিয়াদী সাবরেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখক হিসেবে নিয়োজিত ছিলেন। তার স্ত্রী আহত সুরভী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ট্রাকচাপায় মো. মফিজুর রহমান (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। মফিজুর রহমান রাঙ্গুনিয়ার ওয়াদুল পাড়ার মৃত ছালে আহম্মদের ছেলে।
নাটোর : নাটোরের বড়াইগ্রামে কাঁচামালবাহী একটি ট্রাকের ধাক্কায় সেলিম (৪৫) নামের শ্যামলী পরিবহনের এক সুপারভাইজার নিহত হয়েছেন। গতকাল উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সেলিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার গরদহ গ্রামের মৃত মোফাজ্জ্বল হোসেনের ছেলে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিক্সার ধাক্কায় নুর মোহাম্মদ নামে ৫বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের গংগাপুর শিবপুর এলাকায়। নিহত নুর মোহাম্মদ একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে।
সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহি বাসের চাপে মনির উদ্দিন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ৬টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের চৌমুহনী বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত পথচারী মনির উদ্দিনের বাড়ী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডির বানিয়াপাড়া গ্রামে।
Leave a Reply