ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা রেজাউর রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই ঘটনায় একজন কর্মকর্তাকে পদাবনতির শাস্তি দেওয়া হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০১৬ সালের ১ জুলাই প্রকাশিত স্মরণিকায় উদ্‌যাপন কমিটির সদস্যসচিব রেজাউর রহমান ‘স্মৃতি অম্লান’ শিরোনামে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের পরিচিতি তুলে ধরতে গিয়ে লিখেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও একজন বীর মুক্তিযোদ্ধা।’ওই সময় রেজাউর রহমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছিলেন।ওই ঘটনা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও ট্রাইব্যুনাল শেষে দুই বছর পর সোমবার ঢাবি সিন্ডিকেটের এক সভায় রেজাউরকে চাকরিচ্যুত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। একই অভিযোগে কম্পিউটার অপারেটর রিফাত আমিনের পদাবনতি করে টেকনিশিয়ান করা হয়েছে।