বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল ও নির্বাচন স্থগিত করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক আমানুল্লাহ আমান ঢাকার ৪র্থ সহকারী জজ আদালতে মামলাটি করেন। আদালত ১৪ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিতব্য ছাত্রদলের কাউন্সিল ও নির্বাচনে অস্থায়ী স্থগিতাদেশ দেন। একইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে এ ঘটনায় কারণ দর্শাও নোটিশ দিয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে এই কারণ দর্শাও নোটিশের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে, বৃহস্পতিবার দুপুর থেকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের কাউন্সিলরদের মাঝে ছবিযুক্ত কার্ড বিতরণ শুরু করে ছাত্রদলের নির্বাচন নিয়ে গঠিত কমিটি। ১৪ সেপ্টেম্বর শনিবার দীর্ঘ ২৭ বছর পর দলটির অন্যতম এ সংগঠনের ভোট গ্রহণের মধ্যদিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের কথা ছিল।

আদালতের নির্দেশে ছাত্রদলের নির্বাচন স্থগিতের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গনমাধ্যমকে বলেন, নির্বাচন নিষেধাজ্ঞার বিষয়ে বিকালে নাকি আমাদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কেউ একজন চিঠি নিয়ে এসেছিল। কিন্তু তা গ্রহণ করা হয়নি। আগামী রোববার ‘অফিস ডে’তে আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে পারব।