খুলনায় রূপসা সেতুর টোল প্লাজার সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেছে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবাহী গ্রিন লাইনের একটি বাস। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রূপসা সেতুর পশ্চিম পাশে বাসটি এই দুর্ঘটনায় পড়ে।

বাসটিতে তথ্য মন্ত্রণালয়ের ২৫ জন কর্মকর্তা ছিলেন। বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণের জন্য খুলনায় রওনা হয় বাসটি।

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীরা অভিযোগ করেছেন, বাসের চালক চোখে ঘুম নিয়েই গাড়ি চালাচ্ছিলেন।

খুলনার রূপসা সেতুর পশ্চিম দিকের একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও চার কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়া বাসের হেলপারও আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গণযোগাযোগ অধিদফতরের ১৪ জন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউশনের ৯ জন ও তথ্য অধিদফতরের ২ জনকে নিয়ে বাসটি ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল।

পরে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।