জাতীয় স্বদেশ | তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 394 বার
আত্মহত্যার উদ্দেশ্যে দুদক পরিচালক মো. ইউসুফের স্ত্রী তানিয়া ইশরাত নিজের শরীরে আগুন দেন বলে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল। দাম্পত্য কলহের জেরে তানিয়া এ ঘটনা ঘটিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
তিনি আরও বলেন, অগ্নিদগ্ধ অবস্থায় তানিয়া ইশরাতকে উদ্ধার করে রাজধানীর সিএমএইচ হাসপাতালে নেয়া হলে আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হওয়ার পর আমরা পরিবারের লোকদের সঙ্গে কথা বলেছি। তারা জানান, তানিয়া একজন মানসিক রোগী।
প্রায় বাসায় ঝগড়াঝাটি লেগে থাকতে। এর আগেও বেশ কয়েকবার গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকালও তিনি নিজেই গায়ে আগুন দেন। এ নিয়ে তানিয়ার বাবার বাড়ির ও ইউসুফের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা-৬ নম্বর সেক্টরের বাসায় অগ্নিদগ্ধ হন তানিয়া। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
দুদক পরিচালক ইউসুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকেই তানিয়ার মরদেহ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।
মোহাম্মদ ইউসুফ দুদক পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। চাকরি জীবনে তিনি সকলের কাছে একজন সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Leave a Reply