বিনোদন | তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 522 বার
আইডিয়াটা তাকানোবু নিশিমোতোর। তবে শুধুমাত্র আইডিয়া বের করেই থেমে থাকেননি জাপানের নাগরিক বছর পঞ্চাশের তাকানোবু। তা কাজে লাগানোর জন্য ‘ওশান রেন্টাল’ নামে একটা অনলাইন পরিষেবা সংস্থাও চালু করেছেন তিনি।
জাপানে বসবাসকারীরা ‘ওশান রেন্টাল’-এর পরিষেবা গ্রহণ করতে ইচ্ছুক হলে ওই সংস্থা থেকে পৌঁছে যায় এক জন মধ্যবয়স্ক ব্যক্তি। যিনি আপনার কথা মন দিয়ে শুনবেন। আপনার ঘরের যাবতীয় কাজকর্ম করে দেবেন। এমনকি, আপনার সমস্যার সমাধানে পরামর্শও দেবেন। একেবারে আপনজনের মতো!
এত সব পরিষেবার খরচটাও কিন্তু ভালই। তা পেতে হলে খরচ করতে হবে ঘণ্টায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০০ টাকা।
২০১২ সালে টোকিয়োতে নিজের বাড়ি থেকেই এই অনলাইল পরিষেবা সংস্থাটি শুরু করেছিলেন তাকানোবু। নাম ‘ওশান রেন্টাল’।
তাকানোবু জানিয়েছেন, জাপানে ‘ওশান’-এর অর্থ হল মধ্যবয়স্ক। তাই এই নাম বেছে নেওয়া।
‘ওশান রেন্টাল’-এর কর্মীরা একাকী মানুষজনের ঘরসংসারের কাজকর্ম করে বা পরামর্শ দিয়েই থেমে থাকেন না। পার্টি বা পানশালাতেও তাদের সঙ্গ দেন। এমনকি, প্রেমঘটিত বা অফিসের সমস্যার সমাধানও করেন। অথবা বাড়ির ফার্নিচার এক ঘর থেকে অন্যত্র সরাতেও এই সংস্থার পরিষেবা রয়েছে।
Leave a Reply