নাচ-গান-আবৃত্তি আর শরৎ কথন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় আয়োজিত হয়েছে শরৎ উৎসব। মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে তোলা আর প্রকৃতির রূপ বৈচিত্র্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, প্রতিবছর সত্যেন সেন শিল্পীগোষ্ঠী এই আয়োজন করে।

নীল আকাশে মেঘের ভেলা আর ভোরের শীতল হাওয়া, প্রকৃতিতে শরতের স্নিগ্ধতা। চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় সকাল থেকেই গানে গানে শরৎবন্দনা।

ব্যস্ত যান্ত্রিক নগরে ছুটির দিনে শরৎ ছোঁয়া নিতে উৎসবে নগরবাসী। বাংলার প্রকৃতির সঙ্গে সংস্কৃতি-ঐতিহ্যের মেলবন্ধন তৈরিতে এমন আয়োজনে গুরুত্ব দেন অতিথিরা। নাচের তালে তালে শারদীয় সকালটি হয়ে ওঠে আনন্দধারা।