ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসা ব্রেক্সিট বাস্তবায়নে তিনি কখনো বিলম্ব হতে দেবেন না। ব্রেক্সিটের সময় বাড়ানোর চেয়ে আমি বরং ডোবায় পড়ে মারা যাব।

তবে তাকে বাধ্য করা হলে পদত্যাগ করবেন কিনা প্রশ্ন করা হলে তার জবাব এড়িয়ে গেছেন তিনি। ইউরোপ থেকে ব্রিটেনকে বের করে নিয়ে আসার শেষ দিন হচ্ছে আগামী ৩১ অক্টোবর।-খবর গার্ডিয়ান ও রয়টার্সের

পশ্চিম ইয়র্কশায়ারে এক অসংলগ্ন বক্তৃতায় তিনি এমন কথা বলেছেন। পুলিশ প্রশিক্ষণ কলেজে বরিস জনসনের ভাষণ ও গণমাধ্যমের প্রশ্নের জবাব দিতে গিয়ে এতটা দেরি হয়েছে যে তার পেছনে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন।

অলিখিত ও এলোমেলো বক্তৃতা দিচ্ছিলেন ব্রিটিশি প্রধানমন্ত্রী বরিস জনসন। এতে এক ঘণ্টারও বেশি কড়া রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে ওই পুলিশ কর্মকর্তাকে।

শুক্রবার হাউস অব লর্ডসে একটি বিল পাশের মাধ্যমে ব্রেক্সিট বাস্তবায়নে সময় বাড়াতে অনুরোধ জানাতে তিনি ব্রাসেলস যাবেন না বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, এর চেয়ে বরং আমি গর্তে পড়ে মারা যাব।

যদিও পার্লামেন্ট তাকে এ ক্ষেত্রে বাধ্য করতে পারে বলে একটা সম্ভাবনা রয়েছে। বরিস জনসন বলেন, এতে কোনো লাভ হবে না। এতে কী এমন আছে যে ব্রেক্সিট বিলম্ব ঘটাতে হবে।