রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকা থেকে ১২ হাজার লিটার দেশি মদ জব্দ করেছে র‌্যাব-৪। সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসব মদ জব্দ করা হয়। এ সময় মাদক পাচার চক্রের সদস্যদের সঙ্গে র‌্যাবের গোলাগুলির ঘটনাও ঘটে। তবে ঘটনাস্থলে হতাহত কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, বসুন্ধরার আবাসিক এলাকা থেকে মদ তৈরি করে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হয়, এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালালে বালু নদীর ধারে ৬০টি দেশি মদ ভর্তি ড্রাম পাওয়া যায়। যেগুলোতে ২০০ লিটার করে প্রায় ১২ হাজার লিটার মদ আছে। এসব মদ জব্দ করার সময় পাচার চক্রের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবও গুলি ছোঁড়ে। এমন পরিস্থিতি বেশ কিছুক্ষণ চললেও চক্রের কাউকে আটক করা সম্ভব হয় নি। তারা পালিয়ে যায়। তবে তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।