অন্যান্য, জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ মে ২২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 721 বার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম, এতিম ও প্রতিবন্ধী শিশুদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
প্রধানমন্ত্রী সোমবার সন্ধ্যা ৬টার দিকে গণভবনের সবুজ চত্বরে ইফতার মাহফিলে আসেন এবং অনুষ্ঠানস্থলে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে ইফতার সারেন।
ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের জন্যও পরম করুণাময়ের দরবারে দোয়া করা হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, বিশিষ্ট আলেম ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ মঞ্চে উপস্থিত ছিলেন। খবর: বাসস
Leave a Reply