বিদেশ | তারিখঃ আগস্ট ৩০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 614 বার
মহাকাশে চীন এবং রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ‘স্পেসকমান্ডো’ নামের এক মহাকাশ বাহিনীর উদ্বোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) হোয়াইট হাউজে এ বাহিনীর আনুষ্ঠানিক ‘স্পেসকম’ উদ্বোধন করেন তিনি।
এ দিনকে মার্কিন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, মহাকাশে আমেরিকার আধিপত্য যেন কখনও হুমকিতে না পড়ে তার নিশ্চিত করবে ‘স্পেসকমান্ডো।’
৮৭ টি ইউনিট নিয়ে গঠিত স্পেসকমের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সক্ষমতাসহ ক্ষেপণাস্ত্র হামলা বিষয়ক হুঁশিয়ারি, উপগ্রহ পরিচালনা, মহাকাশ নিয়ন্ত্রণ এবং মহাকাশে সহযোগিতা প্রদান সংক্রান্ত দায়িত্ব পালন করবে।
রাশিয়া এবং চীনের ভূপৃষ্ঠের বাইরে ক্রমবর্ধমান সক্ষমতা নিয়ে দীর্ঘ দিন উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। মহাকাশে মার্কিন নিরাপত্তা এবং আধিপত্য বজায় রাখতে এবং কক্ষপথে মার্কিন সম্পদ রক্ষায় আমেরিকার জন্য মহাকাশ বাহিনীর প্রয়োজন রয়েছে বলে দাবি করেছেন তিনি।
তথ্যসূত্র: পার্সটুডে
Leave a Reply