জাতীয় স্বদেশ | তারিখঃ আগস্ট ২৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 728 বার
নারী কেলেংকারী ও দুর্নীতির কারনে ব্যাপক আলোচিত ও সমালোচিত পুলিশের সেই ডিআইজি মিজানের পিস্তলের লাইসেন্স আজ মঙ্গলবার স্থগিত করেছেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো: আলী আকবর। তাকে পিস্তল ও আগ্নেয়াস্ত্র জমাদানের নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা মিজুনুর রহমান ১৯৯৭ সালের ৩০ জানুয়ারী থেকে ১৯৯৮ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত থাকাকালে সেই সময় ব্যাক্তিগত পিস্তলের লাইসেন্স গ্রহন করেন। সেই সময় তিনি একটি আমেরিকান পিস্তল ক্রয় ও ১০ রাউন্ড গুলি ক্রয় করেন। গতবছর ২৯ মে ২০১৮ তারিখে ডিআইজি মিজান ৪০ রাউন্ড গুলি কেরার আবেদন করলে মাগুরার তৎকালীন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো: আতিকুর রহমান সেই আবেদন বাতিল করে দেন ।
জেলা প্রশাসক অফিস সুত্রে জানা যায় , গত ৪ আগষ্ট ২০১৯ দুদকের পক্ষথেকে তার আগ্নেয় অস্ত্রের লাইসেন্সটি বাতিলের জন্য পত্র দেয়া হলে মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো: আলী আকবর পুলিশের সেই ডিআইজি মিজানের পিস্তলের লাইসেন্স স্থগিত করেছেন এবং আগ্নেয় অস্ত্র ও গুলি জমাদানের নির্দেশ দিয়েছেন। ডিআইজ মিজান বর্তমানে জেল হাজতে রয়েছেন।
Leave a Reply