অপরাধ সংবাদ | তারিখঃ মে ২০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 620 বার
শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা মোবাইল ফোন বিক্রির অভিযোগে শনিবার রাজধানীর অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিংমলে অভিযান চালায় শুল্ক্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সকাল ১১টা থেকে তাদের পৃথক দল বসুন্ধরা সিটি শপিংমল ছাড়াও উত্তরা, গুলশান ও মহাখালী এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আনা মোবাইল ফোন জব্দ করতে অভিযান চালায়। এ সময় বিভিন্ন দোকান ও শোরুম থেকে অবৈধ ১২১টি আইফোন, এইচটিসি ব্র্যান্ডের ১২৫টি, এলজি ব্র্যান্ডের ১৫টি এবং অ্যাপল ওয়াচ ব্র্যান্ডের একটিসহ মোট ২৬২টি ফোন জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় দুই কোটি ৯ লাখ টাকা। এ ছাড়া এ অভিযানে মহাখালীতে টিজে গ্রুপের শোরুমে নকল আইফোন তৈরির সময় সাতজন এবং উত্তরা নর্থ টাওয়ার থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।
দুপুরে অভিযান শেষে বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় গোয়েন্দাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন বসুন্ধরা শপিং মলের ব্যবসায়ীরা। এ সময় তাঁরা অভিযানে অংশ নেওয়া শুল্ক কর্মকর্তাদের ঘেরাও করে রাখেন।
Leave a Reply