খেলাধুলা | তারিখঃ মে ২০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 603 বার
পয়েন্ট তালিকার পাঁচ নাম্বারে থাকায় সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলা হচ্ছে না চেলসির । সেই জ্বালা জুড়াতে এফএ কাপকেই বেঁছে নিল চেলসি। এডেন হ্যাজার্ডের একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে অষ্টমবারের মত সবচেয়ে প্রাচীন ফুটবল শিরোপাটি ঘরে তুলেছে অ্যান্তনিও কন্তের দল।
শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ২১ মিনিটে নিজেদের ডি-বক্সে হ্যাজার্ডকে ফেলে দিয়ে ভুলটা করেন ম্যানইউ ডিফেন্ডার ফিল জোন্স। রেফারি তখন পেনাল্টির বাঁশি বাজান। আর স্পটকিকে নিজেই শট নিয়ে জয়সূচক গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড।
প্রথমার্ধে তেমন সুযোগ না মিললেও দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া ম্যানইউর সামনে এসেছিল একাধিক সুযোগ। ৫৬ মিনিটে মার্কাস রাসফোর্ডকে হতাশ করেছেন চেলসি গোলরক্ষক থিবো কোর্ত্তয়া।
আনন্দ করার উপলক্ষ একবার অবশ্য এসেছিল রেড ডেভিলদের সামনে। ম্যাচের ৬৩ মিনিটে অ্যালেক্সিস সানচেজের ভলি জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। আর ৮৩ মিনিটে চেলসি গোলরক্ষককে একা পেয়েও পল পগবা বারের উপর দিয়ে বল পাঠালে শিরোপার স্বাদ পাওয়া হয়নি হোসে মরিনহোর দলের।
Leave a Reply