বিদেশ | তারিখঃ আগস্ট ২২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 480 বার
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনী।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সা’রি দেশটির আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, তার দেশের সামরিক বাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি কাসেফ-২ ড্রোন দিয়ে আজ (বৃহস্পতিবার) কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। হামলায় একাধিক ড্রোন অংশ নেয়।
তিনি বলেন, একটি ড্রোন বিমান ঘাঁটির যোগাযোগ ব্যবস্থায় এবং অন্যগুলো ঘাঁটির জ্বালানি ডিপো এবং গ্যাস স্টেশনে আঘাত হানতে সক্ষম হয়। সা’রি আরো বলেন, সবগুলো ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত সফলভাবে আঘাত হানে।
মুখপাত্র সা’রি আরো বলেন, গত দু’দিনে সৌদি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় বহু ইয়েমেনি হতাহত হওয়ায় এর প্রতিশোধ নিতে এই ড্রোন হামলা চালানো হয়েছে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। হামলায় এ পর্যন্ত শিশুসহ ১৬,০০০ জন ইয়েমেনি নিহত হয়েছে বলে আমেরিকা ভিত্তিক একটি সংস্থা জানিয়েছে।
Leave a Reply