বিনোদন | তারিখঃ আগস্ট ২০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 754 বার
শিল্পা শেঠীর কাছে দশ কোটি টাকা কিছুই না। তিনি অবলিলায় এই টাকা কামানোর প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন। অবশ্য তার জন্য একটা নীতি অবলম্বন করেন তিনি। আর সেটা হলো স্বাস্থ্য সচেতনতা। স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন এই বলিউড অভিনেত্রী। তাছাড়া বিশ্বাসের উপর নিজের সিদ্ধান্ত নিয়ে থাকেন। ‘ফিটনেস ফ্রিক’ হিসেবে তার বেশ সুনামও রয়েছে। নিজের ফিটনেস মন্ত্র নিয়ে প্রায়ই তিনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে পোস্ট দেন। কিছুদিন আগেই সুস্বাস্থ্য বজায় রাখতে ‘ওয়ার্ক আউট’ অ্যাপও চালু করেন।
সম্প্রতি এই অভিনেত্রী একটি আয়ুর্বেদ কোম্পানির ‘স্লিমিং পিল’-এর ১০ কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এ ব্যাপারে শিল্পা যুক্তিও দেখিয়েছেন। তিনি বলেন, যে জিনিসে আমার বিশ্বাস নেই, সেটার বিজ্ঞাপন করতে পারবো না। তার মতে, কম সময়ে রোগা হওয়ার জন্য স্লিমিং পিল আকর্ষণীয় হতে পারে অনেকের কাছে। তার ভাষায়, শরীর সুস্থ রাখতে সুষম খাদ্যাভাস এবং সঠিন জীবনযাপন পদ্ধতি মেনে চলাই আসল মন্ত্র।
এদিকে সাব্বির খান পরিচালিত ‘নিকম্মা’ ছবি দিয়ে আবারও বলিউডে ফিরছেন শিল্পা শেঠী। অভিমন্যু দেশাই এবং শিরলে সেতিয়ার সঙ্গে পর্দায় দেখা যাবে তাকে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন শিল্পা।
Leave a Reply