বিদেশ | তারিখঃ আগস্ট ১৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 503 বার
ভারত যদি কোনোধরনের আক্রমণাত্মক পরিস্থিতির সৃষ্টি করে তবে তার উপযুক্ত জবাব দেবে পাকিস্তান। পাঞ্জাবের গভর্নর চৌধুরী মুহাম্মদ সরোয়ার এ কথা বলেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, পাকিস্তান-ভারত যুদ্ধ বাধলে তা হবে উপমহাদেশের সর্বশেষ যুদ্ধ।
শনিবার শহীদ ল্যান্স নায়েক তাইমুর আসলামের বাসায় গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান পাঞ্জাবের গভর্নর। এ সময় গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পাঞ্জাবের গভর্নর বলেছেন, তাইমুর আসলাম দেশকে রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার এই আত্মত্যাগ বৃথা যাবে না।
তিনি বলেন, পুরো জাতি শহীদ সৈনিকের পরিবারের পাশে আছে। আমি তৈমুর আসলামের পরিবারকে পাঞ্জাব এবং ফেডারেল সরকারের পক্ষে আর্থিকসহ সকল সহায়তার আশ্বাস দিয়েছি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলারের চেয়ে বেশি বিপজ্জনক বলে অভিহিত করে তিনি বলেন, মোদিকে ইতোমধ্যে ‘গুজরাটের কসাই’ বলে আখ্যা দেয়া হয়েছে।
পাঞ্জাবের গভর্নর বলেছেন, ভারতীয় শাসকদের বোঝা উচিত যে, যুদ্ধ এই অঞ্চলে শান্তি নষ্ট করতে পারে। যুদ্ধ শুরু হলে এটাই হবে উপমহাদেশের সর্বশেষ যুদ্ধ।
তিনি বলেন, প্রথম দিন থেকেই আফগান শান্তি প্রক্রিয়া এবং করতারপুর করিডোর প্রকল্পের বিরুদ্ধে ছিল ভারত।
কাশ্মীর ইস্যু সমাধানে ভারত গুরুত্বই দিচ্ছে না বলে দাবি করেন তিনি।
পাঞ্জাবের গভর্নর বলেন, ভারত কর্তৃক কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। কাশ্মীরে ভারতীয় নৃশংসতা বন্ধ করা উচিত।
সূত্র : দ্য নিউজ
Leave a Reply