বিদেশ | তারিখঃ আগস্ট ১৬, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 464 বার
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রেডিও পাকিস্তান বলেছে, এই বৈঠকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে আলোচনা হবে। পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জিও নিউজ’ নিরাপত্তা পরিষদের সভাপতি জোয়ানা রোনেকার বরাত দিয়ে জানিয়েছে, খুব সম্ভবত ১৬ আগস্ট নিরাপত্তা পরিষদ জম্মু-কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে। ১৫ সদস্যের অংশগ্রহণে পোল্যান্ড ওই বৈঠক পরিচালনা করবে। বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতি দেশ পোল্যান্ড।
এর আগে, ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিলে তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। ভারতের পদক্ষেপের কারণে ওই অঞ্চলে উদ্ভূত সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানায় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে চীনও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছিলো সূত্র- পার্স টুডে
Leave a Reply