বিনোদন | তারিখঃ আগস্ট ১৬, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 391 বার
ইরানের আটক করা তেলের ট্যাংকার ছেড়ে দিয়েছে জিব্রাল্টার। বৃহস্পতিবার ট্যাংকারটি ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। গত মাসে ট্যাংকারটি ব্রিটিশশাসিত অঞ্চল জিব্রাল্টার থেকে আটক করা হয়েছিল। যুক্তরাজ্যে নির্দেশে জিব্রাল্টার প্রশাসন ওই ট্যাংকার আটকে দেয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্যাংকার থেকে কোনো কিছু সিরিয়ায় পাঠানো হবে না মর্মে যুক্তরাজ্য ইরানের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর সেটা ছেড়ে দেওয়া হয়েছে।
গ্রেস ১ নামে ওই ট্যাংকার ইরানের তেল বহন করছিল। গত মাসের ৪ জুলাই তা আটকে দেয় জিব্রাল্টার প্রশাসন। ইরানের ওই ট্যাংকারের বিরুদ্ধে অভিযোগ ছিল, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে ওই ট্যাংকারে জ্বালানি সিরিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও ইরান বারবার তা অস্বীকার করেছে।
Leave a Reply