ডেঙ্গু জ্বরে আক্রান্ত রাজধানী ঢাকায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর ও সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, দুইদিন আগে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয় শিশু সামিয়াকে (৫)। মঙ্গলবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালে উপ-পরিচালক মামুন মোর্শেদ এতথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাপেক্সের প্রকৌশলী মাহবুল্লাহ হক (৩৫)। ঈদের দিন সোমবার বিকেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ি রাজবাড়ীর পাংশায়।

বঙ্গবন্ধু মেডিকেলের অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম মাহবুল্লাহের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে