যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প টাওয়ারের বৈঠকটি নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছে। এ নিয়ে তদন্ত করছিল মার্কিন সিনেট কমিটি। গতকাল বুধবার কমিটি তদন্তের কয়েকশ’ পৃষ্ঠার নথি প্রকাশ করে। নথিতে কী আছে সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

তবে বৈঠকের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র এবং রুশ কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎকারের তথ্য তদন্তের নথিতে আছে বলে জানা গেছে। গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চের মধ্যে এসব ব্যক্তির সাক্ষাৎকার নেয়া হয়।

অভিযোগ আছে, ওই বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের ছেলেসহ তার নির্বাচনী প্রচারণা কমিটির কর্মকর্তারা। রয়টার্স।