খেলাধুলা | তারিখঃ মে ১৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 585 বার
বেলারুশের শীর্ষ সারির ক্লাব ডিনামো ব্রেস্টের চেয়ারম্যান হিসেবে তিন বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
গত মাসে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের ক্লাব আল ফুজাইরাহ’র কোচের পদ থেকে সড়ে দাঁড়ান আর্জেন্টিার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ম্যারাডোনা। বেলারুশের ক্লাবটি তাদের টুইটারে ম্যারাডোনার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘দিয়েগো এখন আমাদের সাথে আছে’।আর্জেন্টাইন কিংবদন্তি ক্লাবের কৌশলগত উন্নয়নে কাজ করবেন। এ ব্যাপারে ম্যারাডোনা নিজে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি চুক্তি সই করেছি এবং আমি এখন ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যান। আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ।’
রাশিয়া বিশ্বকাপের পর তিনি ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলারুশের ক্লাবটি বর্তমানে দেশের প্রিমিয়ার লিগে অষ্টম স্থানে আছে।
Leave a Reply