জেলা সংবাদ | তারিখঃ আগস্ট ১১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 379 বার
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নোয়াখালী ও ময়মনসিংহে এক কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নোয়াখালী:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নোয়াখালীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
মৃতের নাম আমির হোসেন (৬০)। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের দত্তপাড়া গ্রামে।
মৃতের মেয়ে আকলিমা আক্তার জানান, তার বাবা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর বাড়িতে ছিলেন। দুই মাস আগে একটি চাকরির সুবাদে তিনি ঢাকায় যান।
তিনি জানান, শনিবার বিকেলে যখন তার বাবা ঢাকা থেকে বাড়িতে আসেন তার শরীরের প্রচণ্ড জ্বর ছিলো। পরে রাতে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যা জানান, আমির হোসেন জ্বর নিয়ে রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। তার শরীরে ডেঙ্গুর আলামত পাওয়া গেছে।
ময়মনসিংহ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফরহাদ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
ফরহাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা গ্রামে। তিনি ইটনা ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
গত ৭ আগস্ট ফরহাদকে প্রথমে কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সন্ধ্যায় তাকে কিশোরগঞ্জ সরকারি হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৭১ রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২০১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৯ জন।
Leave a Reply