রাজধানীর মতিঝিলে সিটি সেন্টারের ৩২ তলা ভবনের ১৪ তলা থেকে পড়ে গিয়ে এক কলেজছাত্রী মারা গেছেন। শনিবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার রুপা (১৭) ঢাকার দক্ষিণ গোড়ানে থাকতেন। তিনি আলী আহম্মেদ স্কুল এন্ড কলেজে এইচএসসির শিক্ষার্থী ছিলেন।

তানজিনা আক্তার রুপার সৎ ভাই জুবায়ের আহম্মেদ সম্রাট বলেন, ‘সিটি সেন্টার দেখানোর জন্য দুপুরে রুপাকে সেখানে নিয়ে যাই। ৩২ তলার ছাদে নিয়ে হেলিপ্যাড দেখিয়ে ১৪ তলায় তাকে নিয়ে আসি। এ সময় আমি পাশের সিকিউরিটি রুমে যাই। হঠাৎ শুনতে পাই নিচে কিছু একটা ঘটেছে। জানালা দিয়ে নিচে তাকাতেই দেখতে পাই আমার বোন নিচে পড়ে আছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত মতিঝিল থানার এসআই আরিফুল ইসলাম জানান, রুপা কীভাবে নিচে পড়লো বা কেউ তাকে ফেলে দিয়েছে কিনা তা সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ এখন ঢামেকের মর্গে রাখা হয়েছে।

নিহত তানজিনা আক্তার রূপা দক্ষিণ গোড়ানের আলী আহম্মেদ স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষে পড়ছিলেন। ওই এলাকাতেই তাদের বাসা।

ঘটনার পর রূপার সৎ ভাই হিসেবে পরিচয় দেওয়া জুবায়ের আহম্মেদ সম্রাট নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

সিটি সেন্টারের ১৪ তলায় একটি অফিসের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন সম্রাট। তিনি বলছেন, সিটি সেন্টার ঘুরে দেখার জন্য ছুটির দিনের দুপুরে তার কাছে এসেছিলেন তার সৎ বোন।

ওসি ওমর ফারুক বলেন, “সম্রাটকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে নিজেকে রূপার সৎ ভাই বলে পরিচয় দিয়েছে। তার বক্তব্যের সত্যতা আমরা যাচাই করে দেখছি।