অপরাধ সংবাদ, জেলা সংবাদ | তারিখঃ মে ১৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 568 বার
ধামরাইয়ে বাউখণ্ড গ্রামে নিজ বাড়ীর পাশে পুকুরে গোসল করার সময় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উঠিয়ে নিয়ে গণধর্ষণ করেছে বখাটেরা। গত মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
ধর্ষিতার পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, ওইদিন বিকালে স্কুল থেকে ফেরার পর ওই শিক্ষার্থী বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে জাহাঙ্গীর ও তার ৪ সহযোগী মিলে স্কুলছাত্রীকে পুকুর থেকে উঠিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। পরে পালাক্রমে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষকরা স্কুলছাত্রীকে অচেতন অবস্থায় ওই স্থানে ফেলে রেখে যায়। সন্ধ্যার দিকে প্রতিবেশী এক নারী ওই পথ দিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।
Leave a Reply