জাতীয় স্বদেশ | তারিখঃ আগস্ট ১০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 431 বার
বিএনপির সহযোগী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল আগামী ১৪ সেপ্টেম্ব (বুধবার) অনুষ্ঠিত হবে ।
গতকাল শুক্রবার রাতে ছাত্রদলের কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে স্কাইপের মাধ্যমে বৈঠকে এই সিদ্ধান্ত দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাউন্সিলরদের সাথে সরাসরি ভোটে ছাত্রদলের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। ঈদের পর ১৩ অথবা ১৪ আগস্ট কাউন্সিলের স্থান জানানো হতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান , ‘ছাত্রদলের কাউন্সিল ১৪ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা অফিসিয়ালি ঘোষণা দেয়া হবে। ছাত্রদলের যে ১২ জনকে বহিষ্কার করা হয়েছে, তাদের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হবে, তবে এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
উল্লেখ্য, গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়া হয়। ৩০ জুন কাউন্সিলের তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিল অনুযায়ী গত ১৪ জুলাই কাউন্সিল হওয়ার কথা থাকলেও বিক্ষুব্ধ একটি অংশের বিরোধিতার মুখে তা হয়নি। পরে বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে তারেক রহমান কথা বলে অচলাবস্থা নিরসন করেন।
জানা গেছে, শনিবার নতুন করে তফসিল ঘোষণা করা হতে পারে।
Leave a Reply