কাশ্মীর ইস্যু একটি রাজনৈতিক বিষয়। তাই দেওবন্দ সব সময় রাজনৈতিক মতামত দেওয়া থেকে নিজেকে দূরে রাখবে বলে জানিয়েছেন দেওবন্দের ভারপ্রাপ্ত মুহতামিম আবদুল খালেক মাদরাসী। গতকাল সোমবার কাশ্মীর ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কাশ্মীর ইস্যু একটি রাজনৈতিক বিষয়। দেওবন্দ একটি খালিস দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। দেওবন্দ সব সময় রাজনৈতিক মতামত দেওয়া থেকে নিজেকে দূরে রাখে এবং রাখবে।

দেওবন্দে কাশ্মীরের ছাত্র ও শিক্ষকরা আগামী ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার প্রোগ্রাম মুলতবি করছেন বলেও জানা গেছে।

এদিকে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পর থেকেই দেওবন্দে চলছে পুলিশের অতিরিক্ত নজরদারি। সোমবার সারাদিন দেওবন্দে নিরাপত্তা বাহিনীর অফিসারদের আনাগোনা অব্যাবহত ছিল।

সূত্র : বাসিরাত অনলাইন