অবৈধভাবে সম্পদ অর্জন, ঘুষ নিয়ে পণ্য খালাসের অভিযোগসহ নানা অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। অভিযোগ খতিয়ে তদন্ত করতে সোমবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক নেয়ামুল আহসান গাজীকে নিয়োগ দেয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনে আসা অভিযোগে বলা হয়েছে, জব্দ করা পণ্য ঘুষ নিয়ে পরে খালাস দিয়ে শত কোটি টাকার মালিক হয়েছেন বেলাল হোসেন। নিজ নামের পাশাপাশি স্ত্রী ও ভাইয়ের নামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে তার। অভিযোগ আরও বলা হয়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার পাঁচ তলা বাড়ি, নিউ ইস্কাটনে স্ত্রীর নামে ৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে।

এছাড়া বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কে আছে ৪টি দোকান। এসব অভিযোগ দুদকে পেশ হলে প্রাথমিকভাবে যাচাই করে পরে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়।
যদিও বেলাল হোসেন চৌধুরীর পরিবার তার বেলাপোলে যোগদানের আগ থেকেই স্বচ্ছল। তাঁর স্ত্রী বিশ্বব্যাঙ্কের সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। উনিও আর্থিকভাবে যথেষ্ট স্বচ্ছল।