জাতীয় স্বদেশ | তারিখঃ আগস্ট ৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 437 বার
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ বাজারে জামায়েত পরিচালিত অক্সফোর্ড আইডিয়্যাল জুনিয়র স্কুলের চলতি সনের ক্যালেন্ডারে জাতীয় শোক দিবসের স্থলে জাতীয় আনন্দ দিবস উল্লেখ করার অভিযোগে স্থানীয় লোকজন ঐ স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে। ঘটনাটি ৪ঠা জুলাই রোববার দুপুরে ঘটেছে।
এলাকাবাসী ও পাশ্ববর্তী মেম্বার বাহার উদ্দিন জানান জামাত ক্যাডার নুর হোসেন পরিচালিত স্থানীয় কেন্দুরবাগ বাজারে অক্সফোর্ড আইডিয়্যাল জুনিয়র স্কুল প্রতিষ্ঠা করে দীর্ঘদিন থেকে প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী লেখা পড়ার কার্যক্রম চালিয়ে আসছে। ইতিমধ্যে কয়েকবার দেশ বিরোধী কর্মকান্ড চালালেও প্রকাশ্যে তাকে কোন ভাবে ধরা সম্ভব হয়নি। রোববার সচেতন অভিভাবকরা ঐ প্রতিষ্ঠানের চলতি ২০১৯ সনের ক্যলেন্ডারে জাতীয় শোক দিবসের স্থলে জাতীয় আনন্দ দিবস লেখা দেখতে পেয়ে ঐ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়।
এ ব্যপারে বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান স্কুল প্রতিষ্ঠার পর থেকে অধ্যক্ষ জামাত ক্যাডার নুর হোসেনকে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড থেকে দুরে থাকার জন্য ভবনের মালিক গোলাম কিবরিয়া ৩ বার নোটিশ করেছে। কিন্তু সে অধ্যবধি ভবন ছেড়ে না দিয়ে তার ধ্যান ধারনার কিন্ডারগার্টেন গুলির লোকজন তার প্রতিষ্ঠানে বসে প্রায় সময় শলাপরামর্শ করত।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী বলেন, ঐ প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ আসার পর তাকে ধরার জন্য নানা ভাবে অভিযান চালিয়ে আসছি। তাকে যেখানে পাওয়া যাবে অবশ্যই ধরে এনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষ নুর হোসেনের সাথে কথা বলার জন্য গেলে তার প্রতিষ্ঠানে তালা ঝুলতে দেখা যায়। পরে তার ০১৮৪৭১০৫৪৯১ নং মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এলাকাবাসী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করার অনুমতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছে।
Leave a Reply