দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় আট কোটি ৪৫ লাখ ৪৫ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রায় সাত কোটি ৮৭ লাখ ৮৯ হাজার। ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহার করে প্রায় ৮৭ হাজার এবং আইএসপি ও পিএসটিএন ব্যবহার করে ৫৬ লাখ ৬৯ হাজার ব্যবহারকারী। মার্চ মাস পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির তথ্য মতে, ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ১৪ লাখ, যাদের বেশির ভাগই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে। মার্চ মাস পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল ব্যবহারকারী রয়েছে প্রায় ১৫ কোটি ২ লাখ ৮৩ হাজার।