দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে গেছে। আগামী ১২ই আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ ঘোষণা দেন।

তিনি বলেন, জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে বাংলাদেশে এবার ঈদুল আজহা উদ্যাপিত হবে ১২ আগস্ট সোমবার।
ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকবে আগামী ১১-১৩ আগস্ট। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। বুধবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একদিনের ঐচ্ছিক ছুটি নিলে মোট ছুটি দাঁড়াবে ৯ দিন। কারণ ১৫ আগস্ট সরকারি ছুটি রয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ১১ আগস্ট। তার আগের দিন হবে হজ। সারা বিশ্ব থেকে হজ করতে সৌদি আরবে জড়ো হওয়া লাখো মানুষ সেদিন আরাফাতের ময়দানে অবস্থান করবেন। ঈদের সকালে পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার মানুষের হজ করার কথা রয়েছে।