অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 651 বার
নোয়াখালীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামির হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছে ধর্ষিতা। ঘটনাটি ঘটেছে জেলার সোনাইমুড়ি থানার ৭নং বজরা ইউপির ছনগাঁও গ্রামে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, মুক্তিযোদ্ধা (অব.) বিডিআর আবদুল মতিনের নাতনি বজরা ছনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এসএসসি ফল প্রার্থী (১৭) কে জামাল হোসেন কালার পুত্র বিজয় (১৮) নেতৃত্বে ইংরেজি শিক্ষক সালমান মোহাম্মদ আহসান ভূইয়া ও কেরানী বিপ্লব চন্দ্র সিএনজিযোগে অপহরণ করে চাটখিল উপজেলায় নিয়ে অজ্ঞাত স্থানে আটকে টানা ৩ দিন দফায় দফায় ধর্ষণ করে।
পরে ভিকটিমের মা কুলসুম বেগম রানু (৩৬) বাদী হয়ে সোনাইমুড়ি থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করে।মামলার অভিযোগে ধর্ষিতার মা জানান , তার কন্যা স্কুলে অধ্যয়নরত থাকাকালীন ইংরেজি শিক্ষক ও কেরানী বিপ্লব চন্দ্র উত্ত্যক্ত সহ প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন প্রলোভন দেখায়। বিবাদীরা উচ্ছৃঙ্খল, নারী নির্যাতন ও অপহরণকারীদের সদস্য হয়। তাদের অপকর্মের কথা প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ করলেও কোন প্রতিকার পাননি।
সোনাইমুড়ি থানা পুলিশ সোনাইমুড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের কৌশর্যার বাগ গ্রামের খালেক ভূঁইয়া বাড়ির মাওলানা আনোয়ারুল বাছিরের পুত্র ছনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সালমান মোহাম্মদ আহসান ভূঁইয়া (৩৭) কে গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধার করে। ।
তদন্তকারী এসআই উজ্জ্বল চন্দ্র বিশ্বাস পাশবিক নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে মেডিকেল রিপোর্ট ও আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করায়। ভিকটিম আদালতে তার উপর মর্মন্তুদ ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে।এ ন্যক্কারজনক ঘটনার পর ২ সন্তানের জনক ইংরেজি বিভাগের শিক্ষক মোবাইলে ভিডিও ধারণ ও সাদা কাগজে ভয় দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেয়। গতকাল সকালে নোয়াখালী পুলিশ সুপারের কাছে ধর্ষিতার পরিবার ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানায়। এলাকাবাসী জানায় ধর্ষণ ও অপহরণ মামলার আসামি বিজয় বাহিনী পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে গ্রেপ্তার না হওয়ায় বাদীকে মামলা প্রত্যাহারে ঘরে আগুন, গুম ও খুনের হুমকি ধামকি দিলে ধর্ষিতা বসতভিটা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ আবদুস সামাদ মানবজমিনকে জানান, আটক শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতন সহ বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। ধর্ষণ ও অপহরণের সহযোগী আসামি বিজয় ও স্কুল কেরানী বিপ্লব চন্দ্রের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হবে।
Leave a Reply