অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 672 বার
পাচারের সময় সুন্দরবন থেকে ১২ কেজি শুকরের মাংস জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পুরাতন পানিঘাট থেকে বস্তাভর্তি ঐ মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি বন বিভাগ।
সুন্দরবন বন বিভাগের বিভাগীয় (পূর্ব) বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান বলেন, ‘চোরা শিকারীরা হরিণের মাংস পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কে বা কারা একটি নৌকা রেখে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশী চালিয়ে বস্তা ভর্তি ১২ কেজি মাংস পাওয়া যায়। পরে পরীক্ষা করে দেখা যায় এগুলো শুকরের মাংস।
তিনি আরো জানান, চোরা শিকারীরা এক শ্রেণির লোকদের কাছে অবৈধভাবে হরিণের মাংস বিক্রি করেন। তবে সব সময় হরিণ শিকার করতে না পারায় শুকর জবাই করে হরিণের মাংস বলে চালিয়ে দেয় বলে জানান এ কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুরে জব্দকৃত মাংস আদালতে সোপর্দ করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ
Leave a Reply